| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন বেফাক পরীক্ষায় জামিয়া নূরিয়ার ঈর্ষণীয় সাফল্য; বোর্ড স্ট্যান্ডসহ শতভাগ পাস


বেফাক পরীক্ষায় জামিয়া নূরিয়ার ঈর্ষণীয় সাফল্য; বোর্ড স্ট্যান্ডসহ শতভাগ পাস


রহমত নিউজ     29 March, 2025     12:21 PM    


সম্প্রতি প্রকাশিত হয়েছে কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল। এতে অন্যান্য বছরের ন্যায় এবারও ঈর্ষণীয় সাফল্য পেয়েছে হাফেজ্জী হুজুর (রহ.) প্রতিষ্ঠিত রাজধানীর কামরাঙ্গীরচরের জামিয়া নূরিয়া ইসলামিয়া। এবারের পরীক্ষায় মাদরাসার বিভিন্ন জামাতের ১৯ জন শিক্ষার্থী বোর্ডস্ট্যান্ডসহ শতভাগ পাস করেছে।

শুক্রবার (২৮ মার্চ) জামিয়ার শিক্ষা সচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী রহমত নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মোট ছাত্রের ৫৫ জন মুমতায, ৪৪ জন জায়্যিদ জিদ্দান ও ৩৫ জন জায়্যিদে উত্তীর্ণ হয়েছে। রাসিবের সংখ্যা শূন্যের কৌটায়।

এবারের পরীক্ষায় সারাদেশের ২২৭১টি মারকাজে হিফয-কিরাআতসহ ৭টি মারহালায় ৩,৪৯,৭৭৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে ছাত্র ১,৪৭,২১২ এবং ছাত্রী ২,০২৫,৬৪। সারাদেশে বেফাকভুক্ত প্রায় ২৯ হাজার মাদরাসার মধ্যে কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিয়েছে ১৭,৩৬২টি মাদরাসার শিক্ষার্থীরা।